ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৫১৬
অপরাধ ও সাজার অধ্যায়
বংশের মানুষেরা দিয়াত পরিশোধ করবেন
(২৫১৬) তাবিয়ি শা’বি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরাইশ বংশের দিয়াত কুরাইশ বংশকে এবং আনসারদের দিয়াত আনসারদের প্রদানের দায়িত্ব প্রদান করেন।
كتاب الجنايات
عن الشعبي قال: جعل رسول الله صلى الله عليه وسلم عقل فريش على قريش وعقل الأنصار على الأنصار.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫১৬ | মুসলিম বাংলা