ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৫১৬
বংশের মানুষেরা দিয়াত পরিশোধ করবেন
(২৫১৬) তাবিয়ি শা’বি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরাইশ বংশের দিয়াত কুরাইশ বংশকে এবং আনসারদের দিয়াত আনসারদের প্রদানের দায়িত্ব প্রদান করেন।
عن الشعبي قال: جعل رسول الله صلى الله عليه وسلم عقل فريش على قريش وعقل الأنصار على الأنصار.
