ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৫১৪
অপরাধ ও সাজার অধ্যায়
দুই গ্রামের মধ্যে পাওয়া লাশ
(২৫১৪) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, দুটি মহল্লার মধ্যবর্তী স্থানে একটি লাশ পাওয়া যায় । তখন রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দেন যে, লাশটি কোন মহল্লার অধিক নিকটবর্তী তা দেখা হোক। মেপে দেখা যায় যে, লাশটি একটি মহল্লার দিকে এক বিঘত এগিয়ে রয়েছে। তখন তিনি সেই মহল্লার উপরে দিয়াত প্রদানের দায়িত্ব অর্পণ করেন।
كتاب الجنايات
عن أبي سعيد الخدري رضي الله عنه أن قتيلا وجد بين حيين فأمر النبي صلى الله عليه وسلم أن يقاس إلى أيهما أقرب فوجد أقرب إلى أحد الحيين بشبر فألقى ديته عليهم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান