ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৫১১
দিয়াত ও কাসামা একত্র করা
(২৫১১) আব্দুর রহমান ইবন আউফ রা. থেকে বর্ণিত, খাইবারে নিহত ব্যক্তির বিষয়ে কাসামা বা শপথের ঘটনা বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা তাদের মধ্য থেকে ৫০ ব্যক্তিকে বেছে নেও, যারা আল্লাহর নামে কঠিন শপথ করবে। এরপর তোমরা তাদের থেকে দিয়াত গ্রহণ করবে।
عن عبد الرحمن بن عوف رضي الله عنه في قصة القسامة في الدم يوم خيبر مرفوعا: إختاروا منهم خمسين رجلا فيحلفون بالله جهد أيمانهم ثم خذوا منهم الدية.
