ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৫০৯
কাসামার ক্ষেত্রে বিবাদীগণ শপথ করবেন
(২৫০৯) তাবিয়ি কাসিম ইবন আব্দুর রহমান বলেন, কুফার দুইব্যক্তি (হজ্জের মওসুমে) উমার ইবনুল খাত্তাব রা.র নিকট গমন করেন। তারা দেখতে পান যে, তিনি বাইতুল্লাহ থেকে বেরিয়ে (মিনার দিকে) চলে গিয়েছেন। তারা পথে তার সাথে মিলিত হয়ে বলেন, হে আমীরুল মুমিনীন, আমাদের এক চাচাতো ভাই নিহত হয়েছে, তার রক্তের ব্যাপারে আমরা সবাই সমান । উমার রা. তাদের কথা শুনে চুপ করে থাকলেন... অবশেষে তিনি বললেন, যদি দুজন ন্যায়পরায়ণ সৎ সাক্ষী থাকে যারা হত্যাকারীকে চিহ্নিত করে সাক্ষী দেয় তবে আমরা হত্যাকারীকে মৃত্যুদণ্ড প্রদান করব । তা না হলে বিবাদীগণ শপথ করবে...।
عن القاسم بن عبد الرحمن قال: انطلق رجلان من أهل الكوفة إلى عمر بن الخطاب رضي الله عنه فوجداه قد صدر عن البيت ... فقالا: يا أمير المؤمنين ابن عم لنا قتل نحن إليه شرع سواء في الدم وهو ساكت عنهما... فقال: شاهدان ذوا عدل تجيئان بهما على من قتله فنقيدكم منه وإلا خلف من يدراكم
