আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮- নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৫
৩৮২। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে নামায আদায়ের উদ্যোগ নিবে না।
৫৫৮। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামায আদায়ের উদ্যোগ না নেয়।*
*এ হাদীসের “সূর্যাস্তের সময়" থেকে একটি ব্যতিক্রম বিধান আছে। তা হচ্ছে, কোন ব্যক্তির কারণ বশত আসর কাযা হয়ে গেলে তিনি কেবল ওই দিনকার আসরের ফরয নামায সূর্য ডুবা অবস্থায়ও পড়তে পারবেন।
*এ হাদীসের “সূর্যাস্তের সময়" থেকে একটি ব্যতিক্রম বিধান আছে। তা হচ্ছে, কোন ব্যক্তির কারণ বশত আসর কাযা হয়ে গেলে তিনি কেবল ওই দিনকার আসরের ফরয নামায সূর্য ডুবা অবস্থায়ও পড়তে পারবেন।
