আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৫
৩৮২। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে নামায আদায়ের উদ্যোগ নিবে না।
৫৫৮। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামায আদায়ের উদ্যোগ না নেয়।*

*এ হাদীসের “সূর্যাস্তের সময়" থেকে একটি ব্যতিক্রম বিধান আছে। তা হচ্ছে, কোন ব্যক্তির কারণ বশত আসর কাযা হয়ে গেলে তিনি কেবল ওই দিনকার আসরের ফরয নামায সূর্য ডুবা অবস্থায়ও পড়তে পারবেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন