ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৬০
অপরাধ ও সাজার অধ্যায়
অবৈধ রক্তপাতের নিন্দা ও মুসলিম হত্যার নিষেধাজ্ঞা
(২৪৬০) মুআবিয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সকল গোনাহই আল্লাহ হয়ত ক্ষমা করবেন, শুধু ব্যতিক্রম হল যে, কোনো মানুষ কোনো মুমিনকে ইচ্ছকৃতভাবে হত্যা করবে, অথবা কোনো মানুষ কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে।
كتاب الجنايات
عن معاوية رضي الله عنه مرفوعا: كل ذنب عسى الله أن يغفره إلا الرجل يقتل المؤمن متعمدا أو الرجل يموت كافرا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান