ফিকহুস সুনান ওয়াল আসার

৩৮. শিকারের অধ্যায়

হাদীস নং: ২৪৫১
শিকারের অধ্যায়
আঙুল দিয়ে কাঁকর বা পাথর নিক্ষেপের নিষেধাজ্ঞা
(২৪৫১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার মধ্যে প্রাণ রয়েছে তাকে (তীর, পাথর ইত্যাদি) নিক্ষেপণের লক্ষ্য বানাবে না।
كتاب الصيد
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: لا تتخذوا شيئا فيه الروح غرضا.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৫১ | মুসলিম বাংলা