ফিকহুস সুনান ওয়াল আসার
৩৭. হালাল-হারাম পানীয়
হাদীস নং: ২৪৩২
মদের উপাদান, সকল মাদকদ্রব্য হারাম, বেশীতে মাদকতা আসলে কমও হারাম
(২৪৩২) উমার রা. থেকে বর্ণিত, তিনি খুতবায় বলেন, মদের নিষেধাজ্ঞা যখন অবতীর্ণ হয় তখন পাঁচটি দ্রব্য থেকে মদ তৈরী করা হত: আঙুর, খেজুর, গম, যব ও মধু। যা কিছু বুদ্ধি আবৃত করে বা মস্তিষ্কে মাদকতার আবেশ তৈরী করে তাই মদ।
عن عمر رضي الله عنه أنه خطب فقال: إنه قد نزل تحريم الخمر وهي من خمسة أشياء: العنب والتمر والحنطة والشعير والعسل والخمر ما خامر العقل.
