ফিকহুস সুনান ওয়াল আসার

৩৬. অনাবাদী জমি আবাদ করা

হাদীস নং: ২৪২৭
যে সকল দ্রব্যে সকল মানুষ অংশীদার
(২৪২৭) একজন সাহাবি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমগণ তিনটি বিষয়ে সকলেই সম-অধিকারে অংশীদার: পানিতে, ঘাসে ও আগুনে।
عن رجل من الصحابة رضي الله عنه مرفوعا: المسلمون شركاء في ثلاث : في الماء والكلا والنّار.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪২৭ | মুসলিম বাংলা