ফিকহুস সুনান ওয়াল আসার
৩৬. অনাবাদী জমি আবাদ করা
হাদীস নং: ২৪২৪
সংরক্ষিত ভূমি
(২৪২৪) ইবন আব্বাস রা. বলেন, সা'ব ইবন জাসসামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ এবং তাঁর রাসূল ছাড়া অন্য কারো কোনো ভূমি সংরক্ষণের অধিকার নেই ।
عن ابن عباس رضي الله عنهما: أن الصعب بن جثامة رضي الله عنه قال: إنّ رسول الله صلى الله عليه وسلم قال: لا حمى إلا لله ولرسوله وقال: بلغنا أن النبي صلى الله عليه وسلم حمى النقيع وأن عمر حمى السرف والربذة.
