ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৪০৩
সালাম বিনিময় ও প্রাসঙ্গিক বিধানাদি
(২৪০৩) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কয়েকজন একসাথে গমন করার সময় তাদের মধ্য থেকে একজন সালাম দিলে সকলের পক্ষ থেকে আদায় হবে। আর একত্রে বসে থাকা মানুষদের পক্ষ থেকে একজন সালামের উত্তর দিলে সকলের পক্ষ থেকে উত্তর দেওয়ার দায়িত্ব পালিত হবে।
عن علي رضي الله عنه مرفوعا: يجزئ عن الجماعة إذا مروا أن يسلم أحدهم ويجزئ عن الجلوس أن يرد أحدهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪০৩ | মুসলিম বাংলা