ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৭৭
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৭৭) যারি' রা. থেকে বর্ণিত- তিনি আব্দুল কাইস গোত্রের প্রতিনিধিদলের সদস্য ছিলেন- তিনি বলেন, যখন আমরা মদীনায় আগমন করলাম তখন আমরা দ্রুত আমাদের বাহন থেকে নামতে শুরু করলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) এর হস্ত পদ চুম্বন করলাম।
عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال: لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد النّبي صلى الله عليه وسلم ورجله.
