আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৯৪
৩১৮০. সন্তানকে আদর-স্নেহ করা, চুমু দেয়া ও আলিঙ্গন করা।
সাবিত (রাহঃ) আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) (তাঁর পুত্র) ইবরাহীমকে চুমু দিয়েছেন ও তার ঘ্রাণ নিয়েছেন।
সাবিত (রাহঃ) আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) (তাঁর পুত্র) ইবরাহীমকে চুমু দিয়েছেন ও তার ঘ্রাণ নিয়েছেন।
৫৫৬৮। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... ইবনে আবু নুয়াইম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমর (রাযিঃ) এর কাছে উপস্থিত ছিলাম। তখন তাঁর কাছে একটি লোক মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ কোন দেশের লোক তুমি? সে বললঃ আমি ইরাকের অধিবাসী। ইবনে উমর (রাযিঃ) বললেনঃ তোমরা এর দিকে লক্ষ্য কর, সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করছে, অথচ তারা নবী (ﷺ) এর সন্তান (হুসাইন রাযিঃ) কে হত্যা করেছে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ ওরা দু’জন (হাসান ও হুসাইন) দুনিয়াতে আমার নিকট দু’টি সুগন্ধি ফুল।
