ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৩৬
দাড়ি ও গোঁফ
(২৩৩৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, তোমরা দাড়ি বড় করবে এবং গোঁফ ছোট করবে।
عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৩৬ | মুসলিম বাংলা