ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩২১
কুরবানী ও আকীকা অধ্যায়
কুরবানীর পশুর চামড়া বিক্রয় করা
(২৩২১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার কুরবানীর পশুর চামড়া বিক্রয় করবে তার কুরবানী হবে না।**
كتاب الأضحية
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من باع جلد أضحيته فلا أضحية له.
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাকিম । তিনি হাদীসটি সহীহ বলেছেন)। [মুস্তাদরাক হাকিম, হাদীস-৩৪৬৮; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৯২৩৩]
হাদীসের ব্যাখ্যা:
** [আল্লামা মারগীনানি বলেন, এই হাদীস থেকে বোঝা যায়, কুরবানির চামড়া বিক্রয় করা মাকরুহ। মুনাবি বলেন, হাদীসটির মর্ম হচ্ছে, চামড়া বিক্রি করলে কুরবানিদাতার জন্য কুরবানির প্রতিশ্রুত প্রতিদান হাসিল হবে না। ইবন আব্বাস রা. বলেন, চামড়া প্রক্রিয়াজাত করে নিজে ব্যবহার করবে অথবা সাদকা করে দিবে, বিক্রি করবে না। ইমাম সারাখসি বলেন, বিশেষ পরিবেশ-পরিস্থিতি ও প্রয়োজনে বিক্রি করতে হলে বিক্রয়লব্ধ অর্থ সাদকা করে দিতে হবে। ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি চামড়া বিক্রি করে মূল্য সাদকা করেছেন এবং বলেছেন, এতে কোনো অসুবিধা নেই। দেখুন: মারগীনানি, আল হিদায়াহ ৪/৩৬০; মুনাবি, ফাইযুল কাদীর ৬/৯৩; সারাখসি, আল মাবসুত ১২/১৪; আইনি, উমদাতুল কারি ১০/৫৩-৫৪; ইবনুল কাইয়িম, তুহফাতুল মাওরুদ, পৃ. ৮৯-৯৩; ইবন বাত্তাল, শারহু সহীহিল বুখারি ৪/৩৯১। -সম্পাদক]