ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৬৬
শরীআতে যে বিষয়ে কোনো কিছুই বলা হয় নি তা ক্ষমাকৃত (বৈধ)
(২২৬৬) ইবন আব্বাস রা. বলেন, জাহিলি যুগের মানুষেরা কিছু বস্তু ভক্ষণ করত এবং কিছু বস্তু নোংরা-নাপাক মনে করে বর্জন করত । এরপর আল্লাহ তাঁর নবী (ﷺ) কে প্রেরণ করলেন, তাঁর কিতাব অবতীর্ণ করলেন, তার হালালকে হালাল করলেন এবং তার হারামকে হারাম করলেন। অতএব যা তিনি হালাল করেছেন তা হালাল এবং যা তিনি হারাম করেছেন তা হারাম। আর যে বিষয়ে চুপ থেকেছেন (কিছুই বলেন নি) তা ক্ষমাকৃত বা বৈধ । এবং ইবন আব্বাস রা. কুরআনের নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেন: 'আপনি বলুন, আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে ভক্ষণকারীর ভক্ষণের জন্য কিছুই নিষিদ্ধ পাই না, শুধু মড়া, বহমান রক্ত ও শূকরের মাংস ব্যতীত কেননা তা অপবিত্র অথবা যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে অবৈধ...'।** (এ থেকে বোঝা যায় যে, নিষিদ্ধ ঘোষিত বস্তু ছাড়া সব বৈধ বলে গণ্য)।
عن ابن عباس رضي الله عنهما قال: كان أهل الجاهلية يأكلون أشياء ويتركون أشياء تقذرا فبعث الله نبيه صلى الله عليه وسلم وأنزل كتابه وأحل حلاله وحرم حرامه فما أحل فهو حلال وما حرم فهو حرام وما سكت عنه فهو عفو وتلا: قل لا أجد في ما أوحي إلي محرما على طاعم يطعمه... إلى آخر الآية
