ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৬০
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৬০) আবু উমামা রা. থেকে বর্ণিত। উপরের ঘটনার অনুরূপ একটি ঘটনা বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যা কিছু কণ্ঠনালীর শিরাগুলো কাটতে বা বিচ্ছিন্ন করতে পারে, এরূপ সকল কিছু দিয়েই জবাই করা চলবে, তবে দাঁতের কামড় বা নখের আঁচড় দিয়ে জবাই করা বৈধ নয় ।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: كل ما فرى الأوداج ما لم يكن مرضي (قرض) سن او حد (حز) ظفر
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ থেকে বোঝা যায় যে, দাঁত ও নখ জবাইয়ের জন্য ব্যবহার করা বৈধ নয়। তবে যদি দেহ থেকে বিচ্ছিন্ন দাঁত বা নখকে জবাই করার মতো ধারালো ছুরি বানানো হয়, তবে তা দিয়ে জবাই বৈধ হতে পারে নিম্নের হাদীস থেকেও তা বোঝা যায়। কারণ এতে যে কোনো দ্রব্য দিয়ে রক্ত প্রবাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে ।
