ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৫৩
কোনো মুসলিম যদি জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে ভুলে যান
(২২৫৩) আয়িশা রা. বলেন, কিছু মানুষ নবী (ﷺ) কে বলেন, কিছু মানুষ আমাদের কাছে গোশত নিয়ে আসেন, আমরা জানি না তা জবাইয়ে সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে কি না । তখন তিনি বলেন, তোমরা তার উপরে আল্লাহর নাম নেবে এবং তা ভক্ষণ করবে। আয়িশা (রাযিঃ) বলেন, এরা অল্প কিছু দিন আগে কুফরি ত্যাগ করে।
عن عائشة رضي الله عنها: أن قوما قالوا للنبي صلى الله عليه وسلم: إن قوما يأتونا باللحم لا ندري أذكر اسم الله عليه أم لا؟ فقال: سموا عليه أنتم وكلوه قالت: وكانوا حديثي عهد بالكفر.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীসের প্রতিপাদ্য হল, মুসলিমের কর্মকে বাহ্যিক অবস্থার উপরে সঠিক হয়েছে বলেই ধরে নিতে হবে, যতক্ষণ না তা কোনো সুনির্দিষ্ট প্রমাণ দ্বারা ভুল বা বাতিল বলে প্রমাণিত হবে। বাহ্যত বোঝা যায় যে, এ সকল মানুষ আল্লাহর নাম নিয়ে জবাই করতেন। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২২৫৩ | মুসলিম বাংলা