ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৫১
কোনো মুসলিম যদি জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে ভুলে যান
(২২৫১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমের জন্য তার নামই যথেষ্ট। যদি সে জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে ভুলে যায়, তবে সে যেন আল্লাহর নাম যিকির করে অতঃপর ভক্ষণ করে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: المسلم يكفيه اسمه فإن نسي أن يسمي حين يذبح فليسم وليذكر اسم الله ثم ليأكل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৫১ | মুসলিম বাংলা