ফিকহুস সুনান ওয়াল আসার

৩০. জবরদখল, ছিনতাই সম্পর্কে

হাদীস নং: ২২২৬
জবরদখলকৃত দ্রব্য বিনষ্ট হলে বা পরিবর্তিত হলে জবরদখলকারী তার মালিকানা লাভ করবে এবং তাকে এর মূল্য বা সমান দ্রব্য ক্ষতিপূরণ দিতে হবে
(২২২৬) তাবিয়ি আসিম ইবন কুলাইব তার পিতা তাবিয়ি কুলাইবের সূত্রে বলেন, জনৈক আনসারি সাহাবি রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে একটি জানাযায় গমন করি। যখন রাসূলুল্লাহ (ﷺ) ফিরে আসছিলেন, তখন জনৈক মহিলার পক্ষ থেকে লোক এসে রাসূলুল্লাহ (ﷺ) কে (তার বাড়িতে কিছু খাদ্য গ্রহণের) দাওয়াত দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) উক্ত মহিলার বাড়িতে আগমন করেন এবং খানা আনয়ন করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) খাদ্যের মধ্যে নিজের হাত রাখলেন (খাদ্য গ্রহণ শুরু করলেন) এবং উপস্থিত সকলে খাদ্য গ্রহণ শুরু করলেন। তখন আমাদের পিতাগণ লক্ষ্য করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এক লোকমা খাদ্য মুখের মধ্যে নিয়ে নাড়াচাড়া করছেন । অতঃপর তিনি বলেন, মালিকের বিনা অনুমতিতে নেওয়া ছাগলের গোশত বলে আমি অনুভব করছি । তখন উক্ত মহিলা লোক মারফত বলে পাঠালেন, হে আল্লাহর রাসূল, আমি বাকী' নামক স্থানে (বাজারে) ছাগল কিনতে লোক পাঠিয়েছিলাম । কিন্তু ছাগল পেলাম না। আমার একজন পড়শি একটি ছাগল কিনেছিলেন । আমি তার কাছে খবর পাঠালাম যে, আপনি যে দামে ছাগলটি কিনেছেন সেই দামেই আমাকে ছাগলটি দিয়ে দিন। কিন্তু প্রতিবেশীকে পাওয়া গেল না। তখন আমি তার স্ত্রীকে খবর পাঠালাম। তার স্ত্রী আমাকে ছাগলটি পাঠিয়ে দেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যুদ্ধবন্দি বা দরিদ্রদেরকে এই খাবার খাইয়ে দাও।
عن عاصم بن كليب عن أبيه عن رجل من الأنصار رضي الله عنه قال خرجنا (مع رسول الله صلى الله عليه وسلم) في جنازة ... فلما رجع (النبي صلى الله عليه وسلم) استقبله داعي امرأة فجاء وجيء بالطعام فوضع يده ثم وضع القوم فأكلوا فنظر آباؤنا رسول الله صلى الله عليه وسلم يلوك لقمة في فمه ثم قال أجد لحم شاة أخذت بغير إذن أهلها فأرسلت المرأة قالت يا رسول الله إني أرسلت إلى البقيع يشتري لي شاة فلم أجد فأرسلت إلى جار لي قد اشترى شاة أن أرسل إلي بها بثمنها فلم يوجد فأرسلت إلى امرأته فأرسلت إلي بها فقال رسول الله صلى الله عليه وسلم أطعميه الأسارى.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২২৬ | মুসলিম বাংলা