ফিকহুস সুনান ওয়াল আসার

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়

হাদীস নং: ২২০৫
শ্রমিকের উপর ক্ষতিপূরণের দায়িত্ব
(২২০৫) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো আমানতগ্রহণকারীকে বা দায়িত্বপ্রাপ্তকে যামানত বা ক্ষতিপূরণ দিতে হবে না।
عن ابن عمرو رضي الله عنه مرفوعا: لا ضمان على مؤتمن.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২০৫ | মুসলিম বাংলা