ফিকহুস সুনান ওয়াল আসার

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়

হাদীস নং: ২১৯৮
ষাঁড়-পাঁঠা (পুরুষ পশু) প্রজননে ব্যবহারের সম্মানী
(২১৯৮) আনাস ইবন মালিক রা. বলেন, কিলাব গোত্রের একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে ষাঁড় পাঁঠা ইত্যাদি পুরুষ পশু প্রজননের জন্য ব্যবহার করে তার মূল্য বা পারিশ্রমিক গ্রহণ সম্পর্কে প্রশ্ন করে। তিনি তাকে নিষেধ করেন । তখন লোকটি বলে, হে আল্লাহর রাসূল, আমরা পুরুষ পশুকে প্রজননের উদ্দেশ্যে ব্যবহার করতে দিই, এতে আমাদেরকে কিছু সম্মানী প্রদান করা হয় । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে সম্মানী গ্রহণের অনুমতি প্রদান করেন।
عن أنس بن مالك رضي الله عنه أن رجلا من كلاب سأل النبي صلى الله عليه وسلم عن عسب الفحل فنهاه فقال: يا رسول الله إنا نطرق الفحل فنكرم فرخص له في الكرامة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান