ফিকহুস সুনান ওয়াল আসার

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ

হাদীস নং: ২১৭১
হেবা তথা অনুদান প্রসঙ্গ
একে অপরকে হাদিয়া বা উপহার প্রদানের নির্দেশ
(২১৭১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পরস্পরে উপহার বিনিময় করবে, এতে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠিত হবে।
كتاب الهبة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا قال: تهادوا تحابوا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২১৭১ | মুসলিম বাংলা