ফিকহুস সুনান ওয়াল আসার
২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান
হাদীস নং: ২১৪৮
কারো যদি একজন সাক্ষী থাকে এবং নিজে শপথ করে
(২১৪৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি শপথ ও একজন সাক্ষীর দ্বারা বিচার করেন।
عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قضى بيمين وشاهد
হাদীসের ব্যাখ্যা:
উপরে উদ্ধৃত হাদীসগুলো থেকে বোঝা যায় যে, একজন সাক্ষীর সাথে বাদীর শপথের মাধ্যমে বিচার করা বৈধ নয় এবং তা রাসূলুল্লাহ (ﷺ) ও খুলাফায়ে রাশিদীনের যুগে প্রচলিত ছিল না। কিন্তু এই সর্বশেষ হাদীস থেকে তার বিপরীত বিষয় জানা যায়। এ বিষয়ে গ্রন্থকার বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একজন সাক্ষী ও বাদীর শপথের মাধ্যমে যে বিচার করেছিলেন তা মূলত কোনো বিচার ও রায় ছিল না, বরং তা ছিল সালিস ও সন্ধি । বিষয়টি জানা যায় আবু দাউদ সঙ্কলিত একটি হাদীস থেকে, যে হাদীসে এইরূপ বিচারের বিস্তারিত বিবরণ এসেছে।
