ফিকহুস সুনান ওয়াল আসার
২১. প্রতিনিধিত্ব করা
হাদীস নং: ২১৩৭
মামলা-বিবাদের ক্ষেত্রে প্রতিনিধিত্ব
(২১৩৭) আব্দুল্লাহ ইবন জা'ফার ইবন আবু তালিব রা. বলেন, (আমার চাচা) আলী ইবন আবু তালিব রা. মামলা-মোকদ্দমা অপছন্দ করতেন । এজন্য যখন তিনি কোনো মামলা-মোকদ্দমার মধ্যে পড়তেন তখন (তার ভাই) আকীল ইবন আবু তালিব রা.কে সে বিষয়ে তার প্রতিনিধি ( attorney / agent) নিয়োগ করতেন। যখন আকীল রা. বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি আমাকে প্রতিনিধি নিয়োগ করলেন।
عن عبد الله بن جعفر رضي الله عنه قال: كان علي بن أبي طالب رضي الله عنه يكره الخصومة فكان إذا كانت له لخصومة وكل فيها عقيل بن أبي طالب فلما كبر عقيل وكلني
