ফিকহুস সুনান ওয়াল আসার
২০. সাক্ষ্য-শুনানির বিধান
হাদীস নং: ২১৩০
কোন কোন বিষয়ে নারী ও পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় এবং কার সাক্ষ্য গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়
(২১৩০) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমানতের খিয়ানতকারী পুরুষ ও মহিলার সাক্ষ্য এবং হিংসুক ব্যক্তি কর্তৃক তার ভাইয়ের বিরুদ্ধে প্রদত্ত সাক্ষ্য প্রত্যাখ্যান করেছেন । কোনো বাড়ির খাদেম বা কর্মচারী কর্তৃক তার বাড়ির মালিকদের পক্ষে প্রদত্ত সাক্ষ্য তিনি প্রত্যাখ্যান করেছেন। তবে মালিকগণ ছাড়া অন্যদের পক্ষে এইরূপ খাদেমের সাক্ষ্য তিনি গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন।
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم رد شهادة الخائن والخائنة وذي الغمر على أخيه ورد شهادة القانع لأهل البيت وأجازها لغيرهم... لا تجوز شهادة زان ولا زانية
