ফিকহুস সুনান ওয়াল আসার

২০. সাক্ষ্য-শুনানির বিধান

হাদীস নং: ২১২৬
কোন কোন বিষয়ে নারী ও পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় এবং কার সাক্ষ্য গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়
(২১২৬) তাবিয়ি ইবন শিহাব যুহরি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর পরবর্তী দুই খলীফার সুন্নত অতিক্রান্ত হয়েছে যে, (চুরি, ব্যভিচার, মদপান ইত্যাদি অপরাধের) শরীআত নির্ধারিত শাস্তির বিষয়ে মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না।
عن الزهري قال: مضت السنة من رسول الله صلى الله عليه وسلم والخليفتين من بعده أن لا تجوز شهادة النساء في الحدود
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২১২৬ | মুসলিম বাংলা