ফিকহুস সুনান ওয়াল আসার
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২১১৯
চিন্তা-ভাবনা না করে প্রত্যেক মাসআলাতেই ফাতওয়া দেওয়া
(২১১৯) ইবন মাসউদ রা. বলেন, যে ব্যক্তিকে ফাতওয়া চাওয়া হলে প্রত্যেক বিষয়েই মানুষদেরকে ফাতওয়া প্রদান করে সে ব্যক্তি একজন পাগল মাত্র।
عن ابن مسعود رضي الله عنه قال: إن الذي يفتي الناس في كل ما يستفتى لمجنون
