ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১১১
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারপদ্ধতি, প্রশাসন ও বিচারের পরিচালনার নিয়মনীতি
(২১১১) উম্মুল মুমিনীন উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো ব্যক্তি যদি মানুষের মধ্যে বিচার করার মতো কঠিন বিপদসঙ্কুল দায়িত্বে নিয়োজিত হয়, তবে সে যেন তার চোখের দৃষ্টি, ইশারা ও বসার ক্ষেত্রেও তাদের মধ্যে সমতা ও ইনসাফ বজায় রাখে।
كتاب القضاء
عن أم سلمة رضي الله عنها مرفوعا: من ابتلي بالقضاء بين الناس فليعدل بينهم في لحظه وإشارته ومقعده
tahqiqতাহকীক:তাহকীক চলমান