ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১০৬
বিচারক নিয়োগ ও তাদের বেতন নির্ধারণের দায়িত্ব রাষ্ট্র প্রধানের
(২১০৬) বিচারপতি শুরাইহ তার কর্মের জন্য বেতন গ্রহণ করতেন। আয়িশা রা. বলেন, ওসিয়্যতপ্রাপ্ত অভিভাবক তার কর্মের পরিমাণে ভাতা গ্রহণ করবেন। আবু বাকর রা. ও উমার রা. তাদের কর্মের বিনিময়ে ভাতা গ্রহণ করেছেন।
كان شريح القاضي يأخذ على القضاء أجرا وقالت عائشة: يأكل الوصي بقدر عمالته وأكل أبو بكر وعمر رضي الله عنهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২১০৬ | মুসলিম বাংলা