ফিকহুস সুনান ওয়াল আসার
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২১০০
বিচারকদেরকে কড়াকড়ি করতে হবে, ন্যায়বিচারের দায়িত্বে অবহেলার পরিণাম এবং যথাযথভাবে দায়িত্ব পালনের পুরস্কার
(২১০০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাকে মানুষদের মধ্যে বিচারক নিয়োগ করা হল তাকে ছুরি ছাড়াই জবাই করা হল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من جعل قاضيا بين الناس فقد ذبح بغير سكين
