আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৬৫
৩১৫৮. এক সওয়ারীর উপর তিনজন বসা।
৫৫৪০। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) যখন মক্কায় আগমন করেন, তখন আব্দুল মুত্তালিব গোত্রের তরুণ বালকেরা তাঁকে অভ্যর্থনা জানায়। তাদের একজনকে বাহনে তিনি তার সামনে এবং অন্য একজনকে তার পেছনে উঠিয়ে নেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫৫৪০ | মুসলিম বাংলা