আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৫৫৪
আন্তর্জাতিক নং: ৫৮১
৩৮১। ফজরের পর সূর্য উঠার আগে নামায আদায়।
৫৫৪। হাফস ইবনে উমর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন আস্থাভাজন ব্যক্তি আমার কাছে — যাঁদের মধ্যে শ্রেষ্ঠ হলেন উমর (রাযিঃ) — আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের পর সূর্য উজ্জ্বল হয়ে না উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত নামায আদায় করতে নিষেধ করেছেন।
باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
581 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي العَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ» ،

হাদীসের ব্যাখ্যা:

*এ হাদীসের ভিত্তিতে ফকীহগণ বলেন, যাদের ফজরের জামাতে শরীক হতে গিয়ে ২ রাকআত সুন্নত বাদ পড়ে; তারা ওই সুন্নাত সূর্যোদয়ের পরে পড়বেন। আর আসরের নামাযের পর কোন সুন্নাত/নফল পড়া যাবে না; তবে মাকরূহ ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যে কোন ফরয কাযা নামায পড়া যাবে ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫৫৪ | মুসলিম বাংলা