ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৪৯
অগ্রিম মূল্য** ( earnest money / down payment) বিক্রয়ের নিষেধাজ্ঞা
(২০৪৯) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অগ্রিম মূল্য ( earnest money / handsel / down payment) বিক্রয় করতে নিষেধ করেছেন।
عن عبد الله بن عمرو رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع العربان

হাদীসের ব্যাখ্যা:

** [ক্রয়-বিক্রয়ের কথা ঠিক হয়ে যাওয়ার পর ক্রেতার পক্ষ হতে কিছু টাকা বায়না করা হয়ে থাকে । বায়নার পর ক্রেতা টাকা পরিশোধ করে পণ্য নিয়ে যায়, এভাবে ক্রয়-বিক্রয় চূড়ান্ত হয়ে যায়। কিন্তু ক্রেতা যদি বায়নাকৃত মাল না নেয় তবে তার বায়নার টাকা ফেরত দিতে হবে। ফেরত না দিয়ে রেখে দেওয়া জায়িয নেই । মাল না নিলে টাকা রেখে দেবে, এই জাতীয় ক্রয়-বিক্রয় রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। (গ্রন্থকারের টীকার আলোকে)। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৪৯ | মুসলিম বাংলা