ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৩৪
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
ফিতনা-ফাসাদ বা সন্ত্রাসের সময়ে অস্ত্র বিক্রয়ে নিষেধাজ্ঞা এবং খাদ্য-পণ্য বিক্রয়ের অনুমতি
(২০৩৪) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন ফিতনা-ফাসাদ বা গোলযোগ-সন্ত্রাসের মধ্যে অস্ত্র বিক্রয় করতে।
كتاب البيوع
عن عمران بن حصين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع السلاح في الفتنة.

হাদীসের তাখরীজ (সূত্র):

(বাইহাকি হাদীসটি এভাবে সঙ্কলন করেছেন। তবে তিনি অন্যান্য সনদ ও বর্ণনার আলোকে উল্লেখ করেছেন যে, হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর কথা নয়, বরং তা ইমরান ইবন হুসাইনের নিজের বক্তব্য। সহীহ সনদে হাদীসটি তার নিজের বক্তব্য হিসেবেই বর্ণিত হয়েছে। কোনো কোনো দুর্বল রাবী তা ভুলক্রমে রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী বলে বর্ণনা করেছেন। ইমাম বুখারি ইমরান ইবন হুসাইনের বক্তব্য হিসেবে সনদবিহীনভাবে হাদীসটি উল্লেখ করেছেন) । [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১০৭৮০; সহীহ বুখারি ৩/৬৩; মুসনাদ বাযযার, হাদীস-৩৫৮৯]
tahqiqতাহকীক:তাহকীক চলমান