ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৩২
বিক্রয় ও শর্ত একত্রকরণ বিষয়ক হাদীসের ব্যাখ্যা
(২০৩২) আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি 'বারীরা' নাম্মী এক ক্রীতদাসীকে বিমুক্ত করার উদ্দেশ্যে ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন । বারীরার মালিক পক্ষ এক্ষেত্রে শর্ত করেন যে, বারীরাকে আযাদ করার পরে তার পরিচয় ও উত্তরাধিকার-সম্পর্ক (clientage) তাদেরই থাকবে । তখন তিনি বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) কে জানান। তিনি বলেন, তুমি তাকে ক্রয় করো এবং মুক্ত করো । যে মুক্ত করবে সে পরিচয় ও উত্তরাধিকার সম্পর্ক লাভ করবে ।
عن عائشة رضي الله عنها أنها أرادت أن تشتري بريرة للعتق فاشترطوا ولاءها فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال: إشتريها وأعتقيها فإن الولاء لمن أعتق (واشترطي لهم الولاء).

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এখানে 'তাদের জন্য পরিচয় ও উত্তরাধিকার সম্পর্কের শর্ত করো' অর্থ: 'তাদের বিরুদ্ধে শর্ত করো'। অর্থাৎ, যেহেতু আযাদকারীই উত্তরাধিকার-সম্পর্ক লাভ করে, সেহেতু তুমি তাদের দাবির বিরুদ্ধে সেই বিষয়টি স্পষ্টরূপে উল্লেখ করো। হাদীসের সামগ্রিক অর্থ থেকে তা অনুভব করা যায়। আর আরবিতে 'জন্য' অব্যয়কে ‘বিপক্ষে' অর্থে ব্যবহারের প্রচলন আছে । যেমন আয়াতে ইরশাদ করা হয়েছে:

إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها

'তোমরা যদি সৎকর্ম কর তবে তা নিজেদের জন্যই করবে, আর যদি তোমরা মন্দকর্ম কর তবে তাও নিজেদের জন্যই করবে'।** অর্থাৎ তোমরা মন্দকর্ম করলে তা তোমাদের নিজেদের বিরুদ্ধেই যাবে। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন