ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০২৩
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
শিষের মধ্যে অবস্থিত শস্য বিক্রয়, অপরিপক্ক ফল-ফসল বিক্রয়, স্পর্শ করে বিক্রয়, ছুড়ে ফেলে বিক্রয়, গাছের কাঁচা খেজুরের বিনিময়ে পাকা খেজুর বিক্রয় থেকে, বিক্রয় চুক্তি থেকে অজ্ঞাত বা অনির্ধারিত কিছু বাদ দেওয়ার নিষেধাজ্ঞা
(২০২৩) জাবির রা. এই অর্থে একটি হাদীস বর্ণনা করেছেন হাদীসটিতে অতিরিক্ত বলা হয়েছে: ‘এবং তিনি নিষেধ করেছেন যে, বিক্রয় চুক্তিতে পণ্য বা মূল্যের কোনো কিছু বাদ দেওয়ার চুক্তি করবে না, তবে যদি তা তোমার পরিজ্ঞাত থাকে তবে ভিন্ন কথা' (ক্রয়-বিক্রয়ের সময় অনির্ধারিতভাবে ‘কিছু কম দেব', ‘কিছু বাদ দেব' এইরূপ কথা বলা নিষেধ করেছেন)।
كتاب البيوع
عن جابر رضي الله عنه مرفوعا نحوه وزاد فيه: والثنيا إلا أن تعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০২৩ | মুসলিম বাংলা