ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০১৫
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
পানির মধ্যে থাকা অবস্থায় মাছ বিক্রয়ের নিষেধাজ্ঞা
(২০১৫) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পানির মধ্যে থাকা অবস্থায় তোমরা মাছ ক্রয় করবে না; কারণ এতে অস্পষ্টতা ও ঝুঁকি রয়েছে।
كتاب البيوع
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: لا تشتروا السمك في الماء فإنه غرر
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ। তিনি এ হাদীসটি মাওকুফ বা ইবন মাসউদের বাণী হিসাবেও বর্ণনা করেছেন। এ বর্ণনার সনদ ভালো)। [মুসনাদ আহমাদ, হাদীস-৩৬৭৬; তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-১০৪৯১; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১০৮৫৯]