ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০০৫
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
বাকি ক্রয়
(২০০৫) আয়িশা রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তির জন্য সিরিয়া থেকে কাপড় এসেছে, আপনি তার কাছে লোক পাঠিয়ে তার থেকে একজোড়া কাপড় বাকিতে কিনে নিন, যখন সামর্থ্য হবে তখন পরিশোধ করবেন।
كتاب البيوع
عن عائشة رضي الله عنها قالت: قلت يا رسول الله إن فلانا قدم له بز من الشام فلو بعثت إليه فأخذت منه ثوبين بنسيئة إلى ميسرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান