ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০০০
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
কল্যাণময়-পূণ্যময় ব্যবসায়ের মর্যাদা
(২০০০) রাফি' ইবন খাদীজ রা. বলেন, বলা হল, হে আল্লাহর রাসূল, সবচেয়ে পবিত্রতর উপার্জন কোনটি? তিনি বলেন, মানুষের নিজের হাতের কর্ম এবং সকল কল্যাণময় (পাপমুক্ত) ক্রয়-বিক্রয় (ব্যবসা)।
كتاب البيوع
عن رافع بن خديج رضي الله عنه قال: قيل: يا رسول الله أي الكسب أطيب؟ قال: عمل الرجل بيده وكل بيع مبرور

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ, বাযযার ও তাবারানি । হাকিম হাদীসটির সনদ শক্তিশালী বলে উল্লেখ করেছেন। তিনি এই অর্থে অন্য একটি হাদীস সায়ীদ ইবন উমাইরের মাধ্যমে তার চাচার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন এবং হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন । তাবারানি অনুরূপ অর্থে একটি হাদীস ইবন উমার রা. থেকে উদ্ধৃত করেছেন। হাদীসটির রাবীগণ নির্ভরযোগ্য)। [মুসনাদ আহমাদ, হাদীস-১৭২৬৫; মুসনাদ বাযযার, হাদীস-৩৭৩১; তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-৭৯১৮; মুস্তাদরাক হাকিম, হাদীস-২১৬০]
tahqiqতাহকীক:তাহকীক চলমান