ফিকহুস সুনান ওয়াল আসার

১৭. ওয়াকফ অধ্যায়

হাদীস নং: ১৯৯৮
সন্তানদের জন্য ওয়াকফ করা
(১৯৯৮) মিকদাম ইবন মা'দিকারিব রা, বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষ নিজের হাতে শ্রম করে যা উপার্জন করে এর চেয়ে পবিত্রতর উপার্জন আর কিছুই হতে পারে না। আর মানুষ নিজের জন্য, নিজের স্ত্রী পরিজন, সন্তান-সন্ততি ও চাকর-বাকরের জন্য যা ব্যয় করে তা সবই সাদকা বা দান বলে গণ্য।
عن المقدام بن معد يكرب رضي الله عنه مرفوعا: ما كسب الرجل كسبا أطيب من عمل يده وما أنفق الرجل على نفسه وأهله وولده وخادمه فهو صدقة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৯৮ | মুসলিম বাংলা