ফিকহুস সুনান ওয়াল আসার

১৭. ওয়াকফ অধ্যায়

হাদীস নং: ১৯৯৫
ওয়াকফের অর্থ
(১৯৯৫) ইবন আব্বাস রা. বলেন, সূরা নিসা এবং এর মধ্যে উত্তরাধিকার বিষয়ক বিধানাবলি নাযিল হওয়ার পরে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তা 'আটক' (ওয়াকফ) করতে নিষেধ করতে শুনেছি।
عن ابن عباس رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم بعدما أنزلت سورة النساء وأنزل فيها الفرائض نهى عن الحبس

হাদীসের ব্যাখ্যা:

ইবন আবী শাইবা আলী রা. থেকে অনুরূপ মতামত হাসান সনদে উদ্ধৃত করেছেন । গ্রন্থকার বলেন, আবু হানীফা রাহ. এই মত পোষণ করেন। তার মতে ওয়াকফ এর অর্থ হল, মূল সম্পত্তির মালিকানা ওয়াকফকারীর জন্য নির্ধারিত করে রাখা এবং সম্পত্তির আয়-উপার্জন দান করা । আল্লাহই ভালো জানেন।**

** হানাফি মাযহাবের অন্য দুই ইমাম আবু ইউসুফ ও মুহাম্মাদ রাহ. এবং অন্যান্য ফকীহের মতে ওয়াকফের অর্থ হল, সম্পত্তির মালিকানা ও আয়-উপার্জন সবকিছুর মালিকানা ত্যাগ করা। ওয়াকফকৃত সম্পতির মালিকানা আর ওয়াকফকারীর থাকবে না, বরং মালিকানা আল্লাহর ওয়াস্তে হয়ে যাবে এবং আয়-উপার্জন ওয়াকফ অনুসারে ব্যয় করা হবে। দেখুন: শারহু মাআনিল আসার ৪/৯৫। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৯৫ | মুসলিম বাংলা