ফিকহুস সুনান ওয়াল আসার
১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী
হাদীস নং: ১৯৮৩
মক্কা শরীফের পবিত্র হারাম এলাকার কুড়ানো দ্রব্য-প্রাণি
(১৯৮৩) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, মক্কার পবিত্র হারাম এলাকার কুড়ানো দ্রব্য বা প্রাণির বিষয়ে দীর্ঘ একটি হাদীসের মধ্যে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়ার জন্য ছাড়া হারাম (মহাসম্মানিত) এলাকার কোনো হারানো দ্রব্য বা প্রাণি কুড়ানো বৈধ নয়।
عن ابن عباس رضي الله عنهما في حديث طويل في لقطة الحرم: ولا يلتقط لقطته إلا من عرفها.
