ফিকহুস সুনান ওয়াল আসার

১৩. রাষ্ট্র ও প্রশাসন

হাদীস নং: ১৯৭৩
রাষ্ট্র ও প্রশাসন
ধর্মত্যাগীকে তাওবার সুযোগ দেওয়ার পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহিলার মৃত্যুদণ্ড হবে না, তাকে আটক করা হবে এবং তাওবা করতে বাধ্য করা হবে
(১৯৭৩) ইবন আব্বাস রা. বলেন, মহিলারা ইসলাম ত্যাগ করে ধর্মান্তরিত হলে তাদের হত্যা করা যাবে না, বরং তাদেরকে ইসলামে ফিরে আসতে চাপ প্রয়োগ করতে হবে।
كتاب الخلافة و الإمارة
عن ابن عباس رضي الله عنهما قال: لا تقتل النساء إذا ارتددن عن الإسلام ويجبرن عليه. وزاد ابن أبي شيبة فيه: ولكن يحبسن ويدعين
tahqiqতাহকীক:তাহকীক চলমান