ফিকহুস সুনান ওয়াল আসার

১৩. রাষ্ট্র ও প্রশাসন

হাদীস নং: ১৯৭১
ধর্মত্যাগীকে তাওবার সুযোগ দেওয়ার পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহিলার মৃত্যুদণ্ড হবে না, তাকে আটক করা হবে এবং তাওবা করতে বাধ্য করা হবে
(১৯৭১) মুআয ইবন জাবাল রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাকে ইয়ামানের প্রশাসক হিসেবে প্রেরণ করেন। সেখানে এক ইয়াহুদি ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল। এরপর আবার সে ইয়াহুদি ধর্মে ফিরে যায়। তার বিষয়ে মুআয রা. বলেন, যতক্ষণ না এই ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে ততক্ষণ আমি বসব না। এই হল আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ) এর ফয়সালা। এরপর তার নির্দেশে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
عن معاذ بن جبل رضي الله عنه في رجل يهودي فأسلم ثم تهود قال: لا أجلس حتى يقتل قضاء الله ورسوله فأمر به فقتل... وكان قد استتيب قبل ذلك
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৭১ | মুসলিম বাংলা