ফিকহুস সুনান ওয়াল আসার
১৩. রাষ্ট্র ও প্রশাসন
হাদীস নং: ১৯৬৭
সমাজবিচ্ছিন্ন হওয়া ও রাষ্ট্রপ্রধানের আনুগত্য পরিত্যাগ করার নিন্দা
(১৯৬৭) উম্মু সালামাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আম্মার রা.কে বলেন, বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে।
عن أم سلمة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم لعمار: تقتلك الفئة الباغية. وفي لفظ البخاري فيه مرفوعا عن أبي سعيد: ويح عمار تقتله الفئة الباغية يدعوهم إلى الجنة ويدعونه إلى النار
