ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯৪২
ভূমির উপরে সাধ্যাতীত খারাজ আরোপ অপছন্দনীয়
(১৯৪২) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, একব্যক্তি উমার রা.র নিকট এসে বলে, অমুক অমুক গ্রামের বাসিন্দারা আরো বেশী পরিমাণ খারাজ প্রদান করতে সক্ষম । তিনি বলেন, তাদের খারাজ বৃদ্ধির কোনো পথ নেই।
عن إبراهيم قال: جاء رجل إلى عمر بن الخطاب رضي الله عنه فقال: إن أهل أرض كذا وكذا يطيقون من الخراج أكثر ما عليهم فقال: ليس إليهم سبيل
