ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯৪২
জিহাদ অধ্যায়
ভূমির উপরে সাধ্যাতীত খারাজ আরোপ অপছন্দনীয়
(১৯৪২) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, একব্যক্তি উমার রা.র নিকট এসে বলে, অমুক অমুক গ্রামের বাসিন্দারা আরো বেশী পরিমাণ খারাজ প্রদান করতে সক্ষম । তিনি বলেন, তাদের খারাজ বৃদ্ধির কোনো পথ নেই।
كتاب الجهاد
عن إبراهيم قال: جاء رجل إلى عمر بن الخطاب رضي الله عنه فقال: إن أهل أرض كذا وكذا يطيقون من الخراج أكثر ما عليهم فقال: ليس إليهم سبيل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৪২ | মুসলিম বাংলা