ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯২৩
অনির্ধারিত অনুদান ছাড়া কাফিরের জন্য কোনো অংশ নেই এবং যুদ্ধে কাফিরদের সহযোগিতা গ্রহণ মাকরূহ
(১৯২৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (খাইবারের যুদ্ধে) বনু কাইনুকার ইয়াহুদিদের সহযোগিতা গ্রহণ করেন। তিনি তাদেরকে (গনীমতের সম্পদ থেকে) অনির্ধারিত কিছু অনুদান প্রদান করেন। কিন্তু তিনি গনীমতের অংশবণ্টনে তাদেরকে নিধারিত অংশ প্রদান করেন নি।
عن ابن عباس رضي الله عنهما قال: استعان رسول الله صلى الله عليه وسلم بيهود قينقاع فرضخ لهم ولم يسهم لهم
