আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৪৬
৩১৪৬. যে নারী অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করায়।
৫৫২২। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) এর নিকট এক মহিলাকে আনা হল। সে অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করত। তিনি দাঁড়ালেন এবং বললেন, আমি তোমাদের আল্লাহর কসম দিয়ে বলছি, (তোমাদের মধ্যে) এমন কে আছে, যে উল্কি উৎকীর্ন করা সম্পর্কে নবী (ﷺ) থেকে কিছু শুনেছে? আবু হুরায়রা (রাযিঃ) বলেন, আমি দাঁড়িয়ে বললাম, হে আমীরুল মু'মিনীন। আমি শুনেছি। তিনি বললেন, কি শুনেছ? আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, মহিলারা যেন উল্কি উৎকীর্ণ না করে এবং উল্কি উৎকীর্ণ না করায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন