আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৪৪
৩১৪৫. উল্কি উৎকীর্ণকারী নারী।
৫৫২০। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... সুফিয়ান সাওরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুর রহমান ইবনে আবিসের নিকট মানসুর কর্তৃক বর্ণিত আব্দুল্লাহ (ইবনে মাসউদ রাঃ) এর হাদীস উল্লেখ করি। তখন আব্দুর রহমান ইবনে আবিস বলেন, আমি উম্মে ইয়াকুবের মাধ্যমে আব্দুল্লাহ থেকে মানসুর কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস শুনেছি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন